thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘ভোটারবিহীন নির্বাচনে শেষ রক্ষা হবে না’

২০১৪ জানুয়ারি ৩০ ২১:১৬:১৬
‘ভোটারবিহীন নির্বাচনে শেষ রক্ষা হবে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমদ বলেছেন, দেশে আজ ফ্যাসিবাদ কায়েম হয়েছে। সরকার অপকৌশলের এবং ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভোটারবিহীন তামাশার নির্বাচনের মাধ্যমে যে সংসদ বা সরকার গঠন করেছে তাতে তাদের শেষ রক্ষা হবে না।

গুলশানের নিজ বাসভবনে বৃহস্পতিবার বিকেলে দলের প্রেসিডিয়াম বৈঠকে তিনি এ কথা বলেন।

কাজী জাফর আহমদ বলেন, ‘জেল-জুলুম আর রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুম নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যা ইতোমধ্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির বক্তব্যে সুস্পষ্ট ফুটে উঠেছে। তাই এই সরকারের প্রতি আহ্বান জানাই, অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন।

তিনি বলেন, ‘তা না হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯ দলীয় জোটের চলমান আন্দোলনের গতিধারায় গণবিস্ফোরণ ঘটবে এবং সরকার ক্ষমতার মসনদ থেকে বিদায় নিতে বাধ্য হবে।’

প্রেসিডিয়াম বৈঠকে সর্বসম্মতিক্রমে আহসান হাবিব লিংকন ও হাসান হারুনুর রশিদকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে কো-অপ্ট করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, মোস্তফা জামাল হায়দার, এস এম এম আলম, এইচ এম গোলাম রেজা, লুৎফর রহমান চৌধুরী হেলাল, প্রফেসর ডা. এ কে এম শহিদুল ইসলাম, অ্যাডভোকেট মজিবুর রহমান, অ্যাডভোকেট মাওলানা রুহুল আমীন, অ্যাডভোকেট হোসনে আরা আহসান, গোলাম মোস্তফা বাটুল, আবদুল মুকিত খান, খালেকুজ্জামান চৌধুরী, পারভিন নাসের ভাসানী, রফিকুল হক হাফিজ।

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর