thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জবিতে নীল দলের নিরঙ্কুশ জয়

২০১৪ জানুয়ারি ৩০ ২১:২১:১৩
জবিতে নীল দলের নিরঙ্কুশ জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে প্রগতিশীল শিক্ষকদের সংগঠন নীল দল।

নির্বাচনে অধ্যাপক ড. সরকার আলী আক্কাস সভাপতি ও অধ্যাপক ড. পরিমল বালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কামরুল আলম খান।

এ ছাড়া অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম সহ-সভাপতি, অধ্যাপক ড. মোহাম্মদ আলী নূর কোষাধ্যক্ষ ও অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে- অধ্যপক ড. মো. জাকারিয়া মিয়া, এ কে এম মনিরুজ্জামান, মো. আশরাফ-উল-আলম, নাসির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মোজাহারুল আলম সেলিম, জি এম আল-আমীন, মো. মহসীন রেজা, মো. ফরিদ হোসেন, মো. হাসান মফিজুর রহমান ও শেখ মাশরিক হাসান নির্বাচিত হয়েছেন।

এদিকে জয়লাভের পর সবার সহায়তা চেয়ে সভাপতি ড. সরকার আলী আক্কাস বলেন, শিক্ষকদের অধিকার বাস্তবায়নে আগামীতে শিক্ষকদের সঙ্গে নিয়েই আমরা কাজ করতে চায়। পাশাপাশি শিক্ষার্থীদের ভালো-মন্দ দেখভালেও আমরা কাজ করব।

(দ্য রিপোর্ট/এলআরএস/এসবি/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর