thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

কৃষিবিদদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়

২০১৪ জানুয়ারি ৩০ ২১:৩২:৫১
কৃষিবিদদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোটের প্রধান খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় করছেন এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এবং বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদগণ।

চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় এ মতবিনিময় শুরু হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)- এর আহ্বায়ক আনোয়ারুল নবী মজুমদার বাবলা ও সদস্য সচিব হাসান জাফরি তুহিনের নেতৃত্বে অন্যদের মধ্যে কৃষিবিদ ড. এ এম ফারুক, ড. মোস্তাফিজুর রহমান, ইব্রাহিম খলিল, মোকলেছুর রহমান, এম ফারুক, শামীমুর রহমান শামীন, আসাদুজ্জামান লিটন, শাহনাজ সরকারসহ শতাধিক কৃষিবিদ উপস্থিত আছেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে কৃষিবিদরা এতে অংশ নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/জেএম/সা/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর