thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শাবিতে শিবিরের ১৪ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

২০১৪ জানুয়ারি ৩০ ২১:৪৬:০০
শাবিতে শিবিরের ১৪ নেতাকর্মী সাময়িক বহিষ্কার

সিলেট অফিস : শিক্ষকদের ওপর হামলার অভিযোগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ জনকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শৃঙ্খলা বোর্ডের সভায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ১৩ ডিসেম্বর শিক্ষকদের মানববন্ধনে হামলার ঘটনায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় ঘটনার সত্যতা স্বীকার করে দ্য রিপোর্টকে বলেন, বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে শৃঙ্খলা বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভা চলে রাত ৯টা পর্যন্ত।

সভায় ১৩ ডিসেম্বর শিক্ষকদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে শিবিরের ১৪ জন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

তিনি বলেন, বহিষ্কৃতদের নাম রবিবার অফিসিয়ালভাবে জানানো হবে।

তবে বহিষ্কৃতদের মধ্যে শিবিরের সভাপতি হোসাইন আহমদ ও সাধারণ সম্পাদক এহসানুল করিম আছেন বলে একটি ঘনিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ১৩ ডিসেম্বর শিক্ষকদের মানববন্ধনে হামলা করে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফারুক উদ্দিনের মোটরসাইকেল ও শিক্ষার্থীদের দুটি বাইসাইকেলে আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। এ ঘটনায় সিভিল এন্ড এনভায়রণমেন্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. জহির বিন আলমকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

(দ্য রিপোর্ট/এমএইচসি/এমএইচও/এসবি/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর