thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

‘মানুষের কল্যাণেই কাজ করে যাবো’

২০১৪ জানুয়ারি ৩০ ২২:২৬:১৮
‘মানুষের কল্যাণেই কাজ করে যাবো’

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালী- ১ আসনে নির্বাচিত সংসদ সদস্য ও জাপার মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, ‘আমি যতদিন বেঁচে থাকবো ততোদিন দল-মতের উর্ধ্বে থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো।’

পটুয়াখালী- ১ আসন থেকে সংসদ সদস্য হওয়ার স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণ আমাকে এমপি নির্বাচিত করেছে। আমি তাদের ভালোবাসা পেয়েছি। আমি দল-মত নির্বিশেষে সকল দল, শ্রেণী ও পেশার মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।’

তিনি এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার দুপুর ১২টায় পাঁচ হাজারের অধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাখেরগঞ্জের সংসদ সদস্য রত্না আমিন ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম আজিমুল হক, জেলা জাপার সহ-সভাপতি খায়রুল আলম মামুন, গাজী জয়নাল আবেদীন, আ. রাজ্জাক হাওলাদার, সাধারণ সম্পাদক মো. জাফর উল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরাজুল হক মিন্টু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ফোরকান সিকদার।

(দ্য রিপোর্ট/বিডি/এমএআর/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর