thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাবিতে ৫টি বিভাগ ও ১টি অনুষদ খোলা হচ্ছে

২০১৪ জানুয়ারি ৩০ ২২:৪৯:৫১
রাবিতে ৫টি বিভাগ ও ১টি অনুষদ খোলা হচ্ছে

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আরও নতুন পাঁচটি বিভাগ ও একটি অনুষদ খোলা হচ্ছে। এ ছাড়াও শিক্ষার্থীদের যাতায়াত ও থাকার জন্য হল সঙ্কট যাতে না হয় এ জন্য নতুন দুটি হল ও দুটি বাস দেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজান উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সিন্ডিকেটের অনুমোদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি নতুন বিভাগ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৪-১৫ শিক্ষাবর্ষে এ সব বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।

বিভাগগুলো হলো- আন্তর্জাতিক সম্পর্ক (আইআর), ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স, ক্লিনিক্যাল সায়েন্স বিভাগ। এ ছাড়াও নাট্যকলা ও সঙ্গীত বিভাগকে দুটি আলাদা বিভাগে রূপান্তর করা হবে।

বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগকে একটি অনুষদে রূপান্তর করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন ওই বিভাগে শিক্ষার্থীরা ওরিয়েন্টাল, প্রিন্টিং ও প্রিন্টমেকিং-সহ বেশ কিছু বিষয়ে এক সঙ্গে পড়াশুনা করছেন। যা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আলাদা বিভাগে করানো হয়। এ সব বিষয় আলাদা বিভাগে উন্নীত করে তিনটি নতুন বিভাগ চালুর মাধ্যমে নতুন একটি অনুষদে রূপান্তর করার প্রস্তাব বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কাছে দেওয়া হয়েছে।

আবাসন সমস্যা নিরসনে উপাচার্য ড. মিজান উদ্দিন বলেন, শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা বৃদ্ধির লক্ষ্যে ছেলেদের জন্য ‘শহীদ কামরুজ্জামান হল’ ও মেয়েদের জন্য ‘শেখ হাসিনা হল’ চালুর জন্য এরই মধ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা আশা করছি চলতি অর্থবছরেই হল দুটি চালু করা যাবে।

যাতায়াত সমস্যা নিরসনের বিষয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই দুটি নতুন বাস চালু করা হচ্ছে। অগ্রণী ব্যাংক ও জনতা ব্যাংক বাস দুটি দিচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থায় বাস দুটি সংযুক্ত করা হবে।

উল্লেখ্য, রাবিতে এখন আটটি অনুষদের অধীনে মোট ৪৭টি বিভাগ রয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইনস্টিটিউট ও ৩৬টি বাস চালু রয়েছে। শিক্ষার্থীদের আবাসিক সুবিধা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ছেলেদের ১১টি ও মেয়েদের জন্য পাঁচটি হল রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এমএআর/জানুয়ারি ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর