thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

পাবিপ্রবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

২০১৪ জানুয়ারি ৩১ ০০:৩৩:৩৬
পাবিপ্রবির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার

পাবনা সংবাদদাতা : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথমবর্ষের সম্মান ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রগুলো হলো- সরকারি এডওয়ার্ড কলেজ, সরকারি শহীদ বুলবুল কলেজ, সরকারি মহিলা কলেজ, পাবনা জেলা স্কুল ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফারুক হোসেন চৌধুরী দ্য রিপোর্টকে জানান, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিট, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫৫০টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১৯ হাজার ৭৫৪ শিক্ষার্থী। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.pust.ac.bd -তে পাওয়া যাবে।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর