thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ঝালকাঠিতে চুরি হওয়া সোনা উদ্ধার, গ্রেফতার ২

২০১৪ জানুয়ারি ৩১ ০১:৪২:০৮
ঝালকাঠিতে চুরি হওয়া সোনা উদ্ধার, গ্রেফতার ২

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠি থেকে চুরি হওয়া ৭৩ ভরি সোনার ৪২ ভরি নলছিটি জুয়েলার্স থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই জুয়েলার্সের মালিক গৌতম কর্মকার ও ওমর ফারুক সাব্বিরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মশিউর রহমান অভিযান চালিয়ে এ সোনা উদ্ধার করেন।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিলামনি চাকমা এ প্রতিনিধিকে জানান, ঝালকাঠি শহরের একটি বাসা থেকে কয়েক মাস আগে ৭৩ ভরি সোনা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ সোনার মালিক জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলমের ভাইয়ের স্ত্রী মোর্শেদা বেগম বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এর আগে মোর্শেদা বেগমের মেয়ে ও জামাইকে গ্রেফতার করে। বর্তমানে তারা জামিনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে নলছিটির ওমর ফারুক সাব্বিরকে বুধবার গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে নলছিটি জুয়েলার্স থেকে এ সোনা উদ্ধার করা হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসএমআর/এপি/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর