thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মাদক নির্মূলে ব্যর্থ হলে পদত্যাগ করবেন এমপি বাদল

২০১৪ জানুয়ারি ৩১ ০৩:৫১:০৩
মাদক নির্মূলে ব্যর্থ হলে পদত্যাগ করবেন এমপি বাদল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : এলাকা থেকে মাদক, জুয়া ও দাঙ্গা নির্মূল করতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) থেকে প্রথমবারের মতো নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ফয়জুর রহমান ওরফে বাদল।

তিনি বৃহস্পতিবার বিকেলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে সুস্পষ্টভাবে এ ঘোষণা দেন।

প্রশাসনের উদ্দেশে কঠোর ভাষায় বাদল বলেন, ‘নবীনগর থেকে মাদক, জুয়া ও দাঙ্গা নির্মূলে প্রশাসনকে যে কোনো মূল্যে সফল হতে হবে। এ ক্ষেত্রে প্রশাসন অবহেলা কিংবা গাফিলতি দেখালে, আমি প্রথমে জেলা প্রশাসনের কাছে যাব। জেলা প্রশাসন ব্যর্থ হলে, প্রধানমন্ত্রীর দ্বারস্থ হব। এরপরও ওস্তাদ আলাউদ্দিন খাঁ পল্লীখ্যাত নবীনগরকে মাদক, জুয়া ও দাঙ্গা মুক্ত করতে না পারলে এমপিগিরিই ছেড়ে দেব।’

মাদকের সঙ্গে যদি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী জড়িত থাকেন তাহলে সবার আগে তাদের গ্রেফতারের জন্য প্রশাসনকে কঠোর নির্দেশ দেন তিনি।

(দ্য রিপোর্ট/এসকে/এনডিএস/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর