thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

‘চট্টগ্রামের সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে’

২০১৬ জানুয়ারি ২৫ ১৭:৪৬:০৫
‘চট্টগ্রামের সঙ্গে সরকার বিমাতাসুলভ আচরণ করছে’

চট্টগ্রাম অফিস : দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির পরও চাহিদামাফিক গ্যাস সরবরাহ না করে সরকার চট্টগ্রামবাসীর সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ করছে’ বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতারা।

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট নিরসনে কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি পেশকালে এক সমাবেশে চট্টগ্রাম বিএনপির নেতারা এমন দাবি জানিয়ে বলেন, ‘এটা শুধুমাত্র চট্টগ্রাম মহানগর বিএনপির দাবি নয়, সমগ্র চট্টগ্রামবাসীর দাবি।’

চট্টগ্রামে গ্যাস সংকট নিরসন করে অবিলম্বে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবি জানিয়ে সোমবার দুপুরে নগরীর ষোলশহরস্থ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির এমডি বরাবরে স্মারকলিপি দিয়েছে তারা।

সমাবেশে বিএনপির নেতারা বলেন, ‘আমরা জনগণের দাবি আদায়ে সরকারের দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি।’

চট্টগ্রামে গ্যাস সংকটের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতারা বলেন, ‘চট্টগ্রামে ১০০ মিলিয়ন ঘনফুট জরুরি ভিত্তিতে সরবরাহ দিয়ে গোটা চট্টগ্রামে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করতে হবে। অন্যথায় চট্টগ্রাম মহানগর বিএনপি জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে হরতাল অবরোধসহ লাগাতার কঠিন কর্মসূচি ঘোষণা করবে।’

সমাবেশে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বন্দরনগরী চট্টগ্রাম শিল্পবান্ধব শহর হলেও আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ইতোমধ্যে গ্যাস সংকটের কারণে চট্টগ্রামের অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে। বাসাবাড়িতেও গ্যাস সরবরাহ নেই। নগরীতে প্রায় ৬ লাখ বার্নারের মধ্যে ৪ লাখ বার্নারের গ্যাস পাওয়া যাচ্ছে না। কিছু এলাকায় ক্ষণিকের জন্য গ্যাস আসে, আবার চলে যায়। এতে বরং কষ্ট বেড়ে যায়। ফলে আবাসিক ও শিল্প খাতের গ্রাহকরা চরম দুর্দশার শিকার হতে হচ্ছে।’

বিএনপি নেতাদের অভিযোগ, ‘সারা দেশে গ্যাসের চাহিদা রয়েছে ২৭০০ মিলিয়ন ঘনফুট, চট্টগ্রামে ৪৫০-৫০০ মিলিয়ন ঘনফুট, চাহিদার বিপরীতে গ্যাস সরবরাহ করা হচ্ছে ২২০-২৩০ মিলিয়ন ঘনফুট। এখন সেটুকুও সরবরাহ করা হচ্ছে না। অথচ ঢাকাতে ১৭২০ মিলিয়ন ঘনফুট, কুমিল্লায় ৩৭০ মিলিয়ন ঘনফুট, সিলেটে ২৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। চট্টগ্রামের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে সরকার।’

(দ্য রিপোর্ট/জেএস/এপি/সা/জানুয়ারি ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর