thereport24.com
ঢাকা, শনিবার, ৯ আগস্ট 25, ২৫ শ্রাবণ ১৪৩২,  ১৪ সফর 1447

রাজবাড়ী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

২০১৪ জানুয়ারি ৩১ ০৮:৫৫:২৯
রাজবাড়ী বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি প্যানেল জয়ী

রাজবাড়ী সংবাদদাতা : রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১১টি পদের মধ্যে তারা ৭টি পদে বিজয়ী হয়।

সভাপতি পদে মো. মনজুর মোরশেদ ৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট কবির আহমেদ। তার প্রাপ্ত ভোট ৬২।

সাধারণ সম্পাদক পদে আ্যাডভোকেট কাজী আব্দুল বারী কুটিন পান ৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ্যাডভোকেট মো. আনিছুর রহমান পান ৭২ ভোট ।

এ ছাড়া একই প্যানেলের সহ-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম খাঁন রিপন ৭৫ ভোট, সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ তসলিম আহমেদ তপন ১১১, অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক ৯৫, অ্যাডভোকেট মো. আব্দুল মাজেদ ৮৯ ও অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম টিটু খাঁন ৮৮ পেয়ে নির্বাচিত হন।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মো. শফিউল আলম খোকন ৮৪ পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া সহ-সম্পাদক আবুল বাশার মো. শরীফ ৭৫, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আহমেদ আলী মৃধা ৯২ ও সদস্য অ্যাডভোকেট কাজী মো. শফিক আহসান কচি ৯৩ ভোট পেয়ে বিজয়ী হন।

রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশন নির্বাচন-২০১৪ পরিচালনা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অশোক কুমার সাহা, সহকারী কমিশনার অ্যাডভোকেট নেওয়াজ মোহাম্মদ আইয়ুব ও অ্যাডভোকেট আলমগীর হোসেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার অ্যাডভোকেট অশোক কুমার সাহা জানান, সকাল ১০টা বিকাল ৪টা পর্যন্ত জেলা বার অ্যাসোসিয়েশনের দ্বিতীয় তলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

১১টি পদে অনুষ্ঠিত এই নির্বাচনে জেলা বার অ্যাসোসিয়েশনের ১৬৮ জন ভোটারের মধ্যে ১৫৯ জন তাদের ভোট প্রদান করেন।

উল্লেখ্য, এবারের ভোটযুদ্ধে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল কবির-খোকন-আনিস পরিষদ ও বিএনপি সমর্থিত মোরশেদ-আজিজ-বারী পরিষদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

(দ্য রিপোর্ট/কেটিএম/এপি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর