thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

২০১৪ জানুয়ারি ৩১ ১০:০৬:৫৯
রংপুরে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

রংপুর সংবাদদাতা : রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকায় ডাকাতি করার সময় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার ও বিপুলসংখ্যক বিস্ফোরক উদ্ধার করেছে এবং পাঁচজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, একদল সশস্ত্র ডাকাত শঠিবাড়ী এলাকায় ডাকাতি করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুলিবিদ্ধ হয় চারজন। আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও এক ডাকাত নিহত হয়।

মিঠাপুকুর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআই/এপি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর