thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মাতুয়াইলে পানির ট্যাঙ্ক থেকে শিশুর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ৩১ ১০:৪১:৩৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মাতুয়াইলে বাড়ির পানির ট্যাঙ্ক থেকে আফরিন (৫) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মাতুয়াইলের রহমতপুর জামে মসজিদের পাশে শুক্রবার ভোর ৬টায় মোস্তফার বাড়ির পানির ট্যাঙ্ক থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।

আফরিনের বাবা হাজী খোরশেদ আলম জানান, ছাদের ট্যাঙ্কের মুখ খোলা ছিল। হয়ত কোনো কারণে আমার মেয়ে সেখানে যায় ও পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা সম্পর্কে ঢাকা মোট্রোপলিটন পুলিশের ওয়ারি জোনের ডিসি ইলিয়াস শরিফ দ্য রিপোর্টকে জানান, পানির ট্যাঙ্কে এক শিশুর মৃতদেহ পাওয়ার সংবাদ আমরা পেয়েছি। আমাদের টিম ঘটনাস্থলে গিয়েছে।

ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর