thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

২০১৪ জানুয়ারি ৩১ ১১:১২:২০
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাত ২টা থেকে শুক্রবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮টা থেকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, সন্ধ্যার দিকে তেমন কুয়াশা দেখা না গেলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। রাত ২টার দিকে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। এ সময় দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা রো রো ফেরি শাহ আলী, শাহ পরান, কুমারী ২৫-৩০টি যাত্রীবাহী বাস, ট্রাক ও পণ্যবাহী গাড়ি নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে।

সকালে আকাশে রোদের পরিমাণ বাড়লে ধীরে ধীরে কুয়াশা কমতে থাকে। তাই শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আবার ফেরি চলাচল শুরু করে।

ফেরি চলাচলের পর থেকেই অগ্রাধিকার ভিত্তিতে রাতে আটকে পড়া বাস ও ছোট যানবাহন আগে ফেরিতে পারের ব্যবস্থা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউএস/এপি/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর