thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

মানিকগঞ্জে ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি

২০১৪ জানুয়ারি ৩১ ১১:৩৮:৪৭
মানিকগঞ্জে ইউপি মেম্বারের বাড়িতে ডাকাতি

মানিকগঞ্জ সংবাদদাতা : মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ী রানীনগর গ্রামে দিনেশ চন্দ্র চৌধুরী নান্টুর (৬০) বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল ১৬ ভরি স্বর্ণ ও পাঁচ ভরি রুপার গহনা নিয়ে যায়। সেই সঙ্গে পাঁচটি মোবাইল ফোন ও দেড় লক্ষাধিক টাকা লুট করে। বৃহস্পতিবার রাতে ডাকাতির এ ঘটনা ঘটে।

নান্টু জানান, তিনি স্থানীয় উথলী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার। পরিবারের সবাইকে নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। রাত ১টার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ও ট্র্যাঙ্ক ভেঙে মালপত্র লুট করে নিয়ে যায়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দ্য রিপোর্টকে জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনইউ/ইইউ/এএস/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর