thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মঞ্জুর হত্যায় এরশাদের শাস্তি দাবি

২০১৪ জানুয়ারি ৩১ ১২:১৯:৪১
মঞ্জুর হত্যায় এরশাদের শাস্তি দাবি

দ্য রিপোর্ট প্রতিবেদক : মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আবুল মঞ্জুর হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শহীদ আসাদ পরিষদ নামের একটি সংগঠন। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকালে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানায় তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শামসুল আলম মিলন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, সংগঠনের সদস্য সাঈদ আহমেদ প্রমুখ।

শামসুল আলম মিলন বলেন, আমরা চাই আইনের শাসন যেন প্রতিষ্ঠা হয়। এ থেকে যেন কোনো বীর মুক্তিযোদ্ধা প্রতারিত না হন। তিনি বলেন, এরশাদ একজন নরপিশাচ। তার হাত কলঙ্কিত। সে অনেক মানুষ হত্যা করেছে।

ফয়েজ হোসেন বলেন, বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের প্রহসনের নামে যারা ফাঁসি দিয়েছে তাদের ঘৃণা জানাই। তিনি বলেন, সরকারের আশ্রয়ে যেন কোনো দোষী বেঁচে যেতে না পারে, সে দিকে সরকারকে দৃষ্টি দিতে হবে।

(দ্য রিপোর্ট/এএইচএস/এপি/এএল/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর