thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘যারা অস্ত্র ধরল তাদেরই বিচার করা হলো’

২০১৪ জানুয়ারি ৩১ ১২:৫৩:৩৭
‘যারা অস্ত্র ধরল তাদেরই বিচার করা হলো’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, দশ ট্রাক অস্ত্র মামলায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সাজা দেওয়া হয়েছে। এটা মহাপরিকল্পনার অংশ। বিরোধী দলকে হেয়প্রতিপন্ন করার জন্যই এই রায় দেওয়া হয়েছে। যারা অস্ত্র ধরল তাদেরই বিচার করা হলো।

নয়াপল্টনে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এ ব্যাপারে আইনজীবীরা বিস্তারিত বক্তব্য তুলে ধরবে বলে জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে রিজভী বলেন, যূথীময় শতদল ফুটিয়ে তুলতে হবে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শত বাধা পেরিয়ে তরুণদের জীবনবাজি রেখে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে- এমন অভিযোগ করে রিজভী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সব সদস্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা এ দেশের সন্তান কিনা, তা সন্দেহ হয়।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব সরকারের। সরকার যদি এটা না করে, তবে নিজেদের নিরাপত্তার পথ নিজেদের বেছে নিতে হবে।

সরকার জনগণের ওপর নির্যাতন চালিয়ে দেশের অনেক জেলা বধ্যভূমিতে পরিণত করেছে বলেও মন্তব্য করেন তিনি।

সারাদেশে নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি বলেন, আজ কাজী নজরুল ইসলামের মতোই বলতে হচ্ছে- দিনে দিনে বাড়িছে দেনা, শুধিতে হইবে ঋণ...। নামমাত্র নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে তরবারি ঘুরাচ্ছেন। প্রধানমন্ত্রী মনে করেছেন, উট পাখির মতো বালুতে মাথা ঢুকিয়ে রেখেছেন, জনগণ মনে হয় কিছু দেখে না।

তিনি বলেন, এ সরকারের নির্যাতন ভয়াবহতার মাত্রা ছাড়িয়ে গেছে। আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আমরা আন্দোলনে আছি, থাকব। আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বিদায় করা হবে। ক্রসফায়ারের নামে হত্যা মেনে নেওয়া হবে না।

দীর্ঘ ৬১ দিন পর শুক্রবার সকালে কার্যালয়ে এলে রিজভী আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের কাছে গত ২৯ নভেম্বর রাতে নিজের গ্রেফতারের বর্ণনা তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমডি/শাহ/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর