thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

তাহিরপুরে শিশুর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ৩১ ১৩:৫৩:৪৬
তাহিরপুরে শিশুর মৃতদেহ উদ্ধার

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হজরত আলী (১০) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার সীমান্ত সংলগ্ন ড্রাম্পেরবাজার এলাকার একটি ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

হজরত আলী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা (পূর্বপাড়া) গ্রামের জসিম উদ্দিনের ছেলে। লাকমা গ্রামের ইউপি সদস্য সাফিল মিয়া বিষয়টি নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, গত দুদিন ধরে হজরত আলীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকালে ড্রাম্পেরবাজারের সামনে একটি ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান দ্য রিপোর্টকে জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর