thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘ভোটারবিহীন নয়, ভোটবিহীন নির্বাচন হয়েছে’

২০১৪ জানুয়ারি ৩১ ১৩:৫৭:১৯
‘ভোটারবিহীন নয়, ভোটবিহীন নির্বাচন হয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘ভোটারবিহীন নয়, ভোটবিহীন নির্বাচন হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তিনি বলেন- যেহেতু এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই এ সরকারের সাংবিধানিক ভিত্তি নেই। এটা কোনো প্রতিনিধিত্বশীল সরকার নয়। এ সরকার জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের বিরুদ্ধে গুম, হত্যার অভিযোগ করে ড. মঈন খান আরো বলেন- যদি আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে না পারি তাহলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। দেশে নতুনরূপে নব্য বাকশাল আবির্ভূত হয়েছে। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভিন্নমতের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।

জাগপা ছাত্রলীগের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জাগপা সভাপতি শফিউল আলম প্রধান।

(দ্য রিপোর্ট/এমএইচ/এপি/ এমডি/ এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর