thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

২০১৪ জানুয়ারি ৩১ ১৩:৫৭:২৪
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। দারুসসালাম এলাকায় বাসের হেলপার খোরশেদ আলম (২৫) বৃহস্পতিবার রাত পৌনে একটায় অপর বাসের ধাক্কায় গুরুতর আহত হন। আহতাবস্থায় তার বন্ধু মোদাচ্ছের আলী উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোদাচ্ছের আলী জানান, খোরশেদ আলম ‘জনসেবা’ নামক বাসে হেলপারের কাজ করত। রাতে বাস থেকে নেমে যাত্রী ডাকছিল। এ সময় পিছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।

খোরশেদ আলমের বাবার নাম আবদুর রহিম। সে কামরাঙ্গীরচরের নবীনগর এলাকার ৩৩নং বাসায় থাকতেন।

এদিকে বৃহস্পতিবার রাত ১২টায় কমলাপুর স্টেশন থেকে অজ্ঞাতপরিচয় যুবকের (৩০) মৃতদেহ উদ্ধার করে কমলাপুর থানা পুলিশ। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কমলাপুর রেলওয়ে থানার সহকারী উপ-পরির্দক জাহেদুল ইসলাম জানান, রাত ১১টায় কমলাপুর স্টেশনের ৬নং লাইন দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাবার সময় ৭৫৭নং ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তার পরনে ছিল লাল চেক ফুলহাতা শার্ট, নীল জিন্স প্যান্ট।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এমডি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর