thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

বিশ্ব মিডিয়ায় আশরাফ-মুঈনুদ্দীনের রায়

২০১৩ নভেম্বর ০৩ ১৪:৪৩:৫৩
বিশ্ব মিডিয়ায় আশরাফ-মুঈনুদ্দীনের রায়

দিরিপোর্ট২৪ ডেস্ক : একাত্তরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা তৈরি ও তা বাস্তবায়নে মূল ভূমিকার কারণে আল-বদর বাহিনীর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা আশরাফুজ্জামান ও যুক্তরাজ্যে থাকা চৌধুরী মুঈনুদ্দীনের মৃত্যুদণ্ডের খবর আন্তর্জাতিক গণমাধ্যমে খুব গুরুত্ব সহকারে প্রচারিত হয়েছে।

চৌধুরী মুঈনুদ্দীন খান বর্তমানে ব্রিটিশ নাগরিক হওয়ায় বিবিসিতে এ বিষয়টি যথেষ্ট গুরুত্ব পেয়েছে। বিবিসি মুঈনুদ্দীনকে ‘ব্রিটিশ-বাংলাদেশি মুসলিম কমিউনিটির নেতা’ হিসেবে উল্লেখ করে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, বাংলাদেশে ১৯৭১ সালে নিষ্ঠুরতার কারণে যুক্তরাজ্যের একজন মুসলিম নেতা ও যুক্তরাষ্ট্রের এক নাগরিককে অভিযুক্ত করেছে আদালত।

এদিকে ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ব্রিটেনভিত্তিক একজন মুসলিম নেতা ও যুক্তরাষ্ট্রের এক নাগরিককে অভিযুক্ত করেছে বাংলাদেশের একটি আদালত।

(দিরিপোর্ট২৪/আদসি/জেএম/এইচএসএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর