thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তারক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত

২০১৪ জানুয়ারি ৩১ ১৪:৪৪:১১
পাকিস্তানে বোমা হামলায় নিরাপত্তারক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা রক্ষী বাহিনীর গাড়িবহরে বোমা হামলায় তিন সদস্য নিহত ও অপর চারজন আহত হয়েছেন।

খুজদার জেলায় ঝাও এলাকায় শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।

ফ্রন্টেইনার ক্রপস এর এক মুখপাত্র জানান, নিরাপত্তা বাহিনীর গাড়িবহর ওয়াধ এলাকা থেকে বেলা এলাকায় যাওয়ার সময় রাস্তার পাশে পূতে রাখা দূরনিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের কাছে এক পাহাড়ে অবস্থান নেওয়া হামলাকারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গুলি ছোড়ে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হামলাকারীদের গুলি বিনিময় চলছিল।

খুজদারকে বেলুচিস্তান প্রদেশের সবচেয়ে সংবেদনশীল জেলা হিসেবে বিবেচনা করা হয়। এক দশকেরও বেশি সময় ধরে জেলাটিতে প্রায়ই নিরাপত্তারক্ষী বাহিনী ও জাতীয় স্থাপনার ওপর হামলার ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হওয়ায় সেখানকার কয়েক শ’ পরিবার বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছেন। (সূত্র : ডন নিউজ)

(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর