thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, তিন জেলের কারাদণ্ড

২০১৪ জানুয়ারি ৩১ ১৪:৫৬:০৩
ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, তিন জেলের কারাদণ্ড

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের রূপাবুই বিলে বৃহস্পতিবার মধ্যরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারসহ নৌকার মাঝিদের ওপর হামলা হয়। এ হামলার ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তিন জেলেকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন। শুক্রবার দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের বদিউজ্জামান মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৫), একই গ্রামের আতর আলীর ছেলে ইয়াদুল (২৫) ও শাহজাহান মিয়ার ছেলে লাকছান (২২)।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান খান জানান, এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে দুই বছর করে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার। আমরা তিনজনকে শুক্রবার দুপুরে জেলহাজতে পাঠিয়েছি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গুয়ার হাওরের রূপাবুই বিলে এ হামলার ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/এএল/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর