thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জুতা দিয়ে যায় চেনা...

২০১৩ নভেম্বর ০৩ ১৪:৫৮:৩৯
জুতা দিয়ে যায় চেনা...

দিরিপোর্ট২৪ ডেস্ক : পুরুষের জুতার দিকে তাকিয়েই নাকি নারীরা ওই পুরুষ সম্পর্কে অনেক কিছু বলে দিতে পারে। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।

ওই গবেষণায় প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, পুরুষের এক জোড়া জুতা নারীদের বুঝিয়ে দিতে পারে ওই পুরুষটি ইমেজ সচেতন কিনা।

কোনো পুরুষ ট্রাউজারের সঙ্গে জুতা পরলে নারীরা মনে করে ওই পুরুষ আয়নার সামনে অনেক সময় কাটায়। আর মোজা ছাড়া জুতা পরলে নারীরা মনে করে অন্য দলের হয়ে কাজ করে।

আর যেসব পুরুষ ব্যায়ামের জুতা পরে তাদের খুবই মজার মানুষ মনে করে নারীরা।

কোনো পুরুষ ওয়ার্কিং বুট পরলে নারীরা তাদের গতানুগতিক মনে করে। ওই পুরুষের সম্পদ আছে বলেও মনে করে নারীরা।

কোনো পুরুষ হাইকিং বুট পরলে নারীরা তাদের ভ্রমণপ্রিয় আর অভিযানপ্রিয় মনে করেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর