thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

জবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বহিষ্কার ৪

২০১৪ জানুয়ারি ৩১ ১৬:১৫:৪৩
জবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, বহিষ্কার ৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : ভর্তি ফরম জিম্মি করে টাকা আদায়ের চেষ্টার জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় চার ছাত্রলীগকর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম বলেন, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের জন্য নাবিদ, তরিকুল, রমিজ ও রুবেলকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রলীগকর্মীরা জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রলীগ নেতা নাবীদ ও রুবেল হোসেনের বিরুদ্ধে ফরম জিম্মি করে টাকা আদায়ের চেষ্টার অভিয়োগ করেন ভর্তিচ্ছুক শিক্ষার্থী রওশন আরা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম অভিযুক্তদের এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তারা শরিফুল ইসলামের সঙ্গে দুর্ব্যবহার করলে সংঘর্ষ বাধে।

এতে ছাত্রলীগের প্রচার সম্পাদক রিয়ান, নাবিদ, উপকর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক রমিজ, সহ সম্পাদক তরিকুল ও রুবেল আহত হন।

গুরুতর আহত অবস্থায় নাবিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এলআরএস/এফএস/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর