thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

ব্যবসায়িক সাফল্যে গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল

২০১৪ জানুয়ারি ৩১ ১৬:২৪:১০
ব্যবসায়িক সাফল্যে গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া পাঁচ কার্যদিবস শেয়ার দর বেড়ে সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে রহিম টেক্সটাইল। লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসে এ শেয়ারের দর ৩০.৭০ শতাংশ বেড়েছে। মূলত কোম্পানির ব্যবসায়িক সফলতা অর্জনের কারণে এ শেয়ারের দর বেড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

রহিম টেক্সটাইলের ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্ধবার্ষিক প্রতিবেদন অনুযায়ী আগের বছরের চেয়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। অর্ধ বার্ষিকে এ কোম্পানির ইপিএস হয়েছে ৫.৭৮ টাকা। যা আগের বছরের একই সময়ে ছিল ২.৩৯ টাকা। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রহিম টেক্সটাইলের ইপিএস বেড়েছে ৩.৩৯ টাকা। ইপিএস বাড়ায় শেয়ার দরে তার প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

বৃস্পতিবার লেনদেন শেষে এ শেয়ারের দর ২৪.৩ টাকা বেড়ে ৩০২.৩ টাকায় অবস্থান করছে। রবিবার শেয়ারটি সর্বশেষ ২৩০ টাকায় লেনদেন হয়।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে এ কোম্পানির মোট ২ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৫৪ লাখ ৩৬ হাজার ৪০০ টাকা।

১৯৮৮ সালে তালিকাভুক্ত রহিম টেক্সটাইলের মোট ২৭ লাখ ৫২ হাজার ৭৫০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৮০.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১.৭৩ শতাংশ ও বাকি ১৮.১০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর