thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি ১৯ দলীয় জোট

২০১৪ জানুয়ারি ৩১ ১৬:৩৬:২৭
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি পায়নি ১৯ দলীয় জোট

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশের এখনও অনুমতি পায়নি বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট। শনিবার বিকেল ৩টায় এ সমাবেশ করার জন্য অনুমতি চায় বিএনপি।

এ ব্যাপারে বিএনপির সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি দ্য রিপোর্টকে বলেন, ‘এখনও আমরা সমাবেশের অনুমতি পাইনি, তবে অনুমতির ব্যাপারে চেষ্টা চলছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শনিবার ১৯ দলীয় জোটের পক্ষ থেকে জেলা ও উপজেলায় প্রতিবাদ সমাবেশ ও রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, সমাবেশের অনুমতির জন্য ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন বরাবর চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করব গণতান্ত্রিক অধিকার রক্ষায় গণতন্ত্রের ভিন্ন মত প্রকাশে সরকার সহযোগিতা করবেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর