thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাইট শেয়ার ব্যর্থতায় লুজারের শীর্ষে বঙ্গজ

২০১৪ জানুয়ারি ৩১ ১৭:২২:২১
রাইট শেয়ার ব্যর্থতায় লুজারের শীর্ষে বঙ্গজ

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাইট শেয়ারের আবেদন নাকচ হওয়ায় কোম্পানিটি সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে স্থান পেয়েছে। সপ্তাহ শেষে এ শেয়ারের দর ১১.৪৮ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি কর্তৃপক্ষ ২০১৩ সালের ২৮ জুলাই ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ৫টি রাইট শেয়ার ছাড়ার ঘোষণা দেয়। কিন্তু রাইট শেয়ার সংক্রান্ত নিয়মকানুন পরিপালনে ব্যর্থ হওয়ায় গত ২৮ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এ কোম্পানির আবেদন নাকচ করে দেয়। এরপর থেকে এ শেয়ারের দর কমতে থাকে। মাত্র দুই কার্যদিবসের ব্যবধানে এ শেয়ারের দর কমে ৭৪ টাকা।

বৃহস্পতিবার লেনদেন শেষে এ শেয়ারের দর ৫০৭.২ টাকায় অবস্থান করে।

গত সপ্তাহের ৫ কার্যদিবসে কোম্পানিটির মোট ২৪ কোটি ৪৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ২০ হাজার ২০০ টাকা।

‘এ’ ক্যাটাগরির বঙ্গজের মোট ৩৬ লাখ ৬০ হাজার ৫২৫টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৭.২২ শতাংশ ও বাকি ৪২.৭৮ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

(দ্য রিপোর্ট/আরএ/ডব্লিউএন/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর