thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১,  ১৭ জমাদিউস সানি 1446

‘র...রাজকুমার’ মুক্তি পাচ্ছে ৬ নভেম্বর

২০১৩ নভেম্বর ০৩ ১৫:১০:৪২
‘র...রাজকুমার’ মুক্তি পাচ্ছে ৬ নভেম্বর

দিরিপোর্ট২৪ ডেস্ক : সোনাক্ষি সিনহা ও শহীদ কাপুর অভিনীত ‘র...রাজকুমার’ ছবিটি মুক্তি পাবে ৬ ডিসেম্বর। প্রভুদেবা পরিচালিত অ্যাকশন ধাঁচের এ সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ের সময় আট ঘণ্টা ময়লা পানিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে সোনাক্ষি ও সনু সুদকে। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, প্রভুদেবার নির্দেশে একটি দৃশ্যের শুটিংয়ের জন্য প্রায় আট ঘণ্টা ময়লা পানিতে দাঁড়িয়ে ছিলেন এই দুই অভিনয়শিল্পী।

পানিতে ভিজতে তাদের কোনো সমস্যা ছিল না। কিন্তু তারা যখন বুঝতে পারলেন এই নদীর পানিতে স্থানীয় গ্রামবাসী তাদের কাপড়চোপড় ধোয়া এবং গরু মহিষের গোসল করানোসহ সবকিছুই করে, তখন একটু অস্বস্তিকর অবস্থায় পড়েছিলেন।

নদীর পানির বহুবিধ ব্যবহারের কারণে পানিতে ছিল থকথকে কাদা এবং দুর্গন্ধ। কিন্তু এরপরও শুটিংয়ের জন্য সোনাক্ষি এবং সনুকে কোনো ছাড় দিতে রাজি হননি প্রভুদেবা। শেষমেশ ওই দুর্গন্ধময় ময়লা পানিতেই শুটিং করেন সোনাক্ষি এবং সনু।

(দিরিপোর্ট২৪/ওএস/এমসি/জেএম/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর