thereport24.com
ঢাকা, শনিবার, ১১ মে 24, ২৭ বৈশাখ ১৪৩১,  ৩ জিলকদ  1445

অভয় দেওলের ‘ওয়ান বাই টু’ মুক্তি পেয়েছে

২০১৪ জানুয়ারি ৩১ ১৮:০৩:৪৬
অভয় দেওলের ‘ওয়ান বাই টু’ মুক্তি পেয়েছে

দ্য রিপোর্ট ডেস্ক : অভয় দেওলের ছবি ‘ওয়ান বাই টু’ শুক্রবার মুক্তি পেয়েছে। ছবিটি পরিচালনা করেছেন দেবীকা ভাগাত।

অভয়ের বিপরীতে তার দীর্ঘদিনের প্রেমিকা প্রীতি দেশাই কাজ করছেন সহশিল্পী হিসেবে। খবর বলিউড লাইফ ডটকমের।

জানা গেছে, গেল সপ্তাহে মুক্তি পাওয়া সালমানের ‘জয় হো’ ছাড়া এই মুহূর্তে আর কোনো ছবি নেই।

এদিকে ‘জয় হো’ ঝিমিয়ে ঝিমিয়ে আগানো দেখে অনেকেই ‘ওয়ান বাই টু’য়ের সাফল্য পাওয়া সহজ হবে বলে মনে করছেন।

অভয় শুধু অভিনয়ই করছেন না, এই ছবির সহ প্রযোজকও তিনি।

‘ওয়ান বাই টু’য়ের মাধ্যমে প্রীতি দেশাই বলিউডে এন্ট্রি করছেন। এটাই তার প্রথম ডেবিউ।

জুটি প্রসঙ্গে অবয় বলেন, ‘ছবিটি আমরা অনেক যত্ন করে বানিয়েছি। এই ছবির সঙ্গীত ভাল লাগবে দর্শকদের। জুটি হিসেবে আমরা কেমন, সেটা আমাদের পর্দা রসায়ন দেখলেই টের পাওয়া যাবে।’

‘ওয়ান বাই টু’য়ের সঙ্গীত পরিচালনা করেছেন শঙ্কর মহাদেবা, এহসান নূরানী ও লয় মেন্ডোন্সা। সঙ্গীত এনেছে ‘টি সিরিজ’। বাজারে ছবিটির সঙ্গীত আনতে দেরি হয়ে যাওয়ায় কিছুটা হতাশা আছে প্রযোজকদের।

তবে সবকিছু ছাপিয়ে তারা অভয়-প্রীতি জুটিকেই ছবির প্রধান হাতিয়ার হিসেবে দেখছেন।

প্রদর্শক-ডিস্ট্রিবিউটর অক্ষয় রথি জানান, ‘ওয়ান বাই টুতে অভয় দেওলকে দেখতে অতি তরুণ লাগছে। দর্শক, বিশেষ করে টিনএজারদের কাছে ভালো লাগবে তার এই লুক। অভয় এখানে অনেকটাই কিছুদিন আগে মুক্তি পাওয়া ইয়ারিয়ার হিমেশ কোহলির মতো। তবে ছবিটির সঙ্গীত শ্রুতিমধুর হওয়ায় বাণিজ্যিকভাবে সফল হওয়ার সম্ভাবনা আছে।’

সবমিলিয়ে ‘ওয়ান বাই টু’য়ের শুরুটা ভালো হবে বলেই মনে হচ্ছে। কেননা, সালমান খান ও তার ‘জয় হো’ ছাড়া আপাতত প্রযোজক-অভিনেতা অভয়ের কাছাকাছি কোনো ভয় নেই।

(দ্য রিপোর্ট/এআর/এসবি/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর