thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী রবিবার শুরু

২০১৪ জানুয়ারি ৩১ ১৮:২৩:১৭
ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী রবিবার শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফি সোসাইটির ৬ষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী ২ ফেব্রুয়ারি চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

প্রদর্শনীটি উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়িদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চারুকলা অনুষদের ডিন আবুল বারক্ আল্ভী, টেলিভিশন এন্ড ফিল্ম স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া।

প্রদর্শনীতে পোর্টে্রইট, ল্যান্ডস্কেপ, লাইফ, ফেস্টিভ্যাল ও ফাইন আর্টস বিভাগের সর্বমোট ৪২টি আলোকচিত্র প্রদর্শিত হবে।

সকলের জন্য উন্মুক্ত এ প্রদর্শনীটি ২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৫ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ডিইউপিএস’র সভাপতি মহসীন কবির প্রদর্শনীর বিস্তারিত বিষয় তুলে ধরেন। লিখিত বক্তব্য পাঠ করেন প্রেস সেক্রেটারি নাফিইল হাসান।

(দ্য রিপোর্ট/জেএইচ/এসবি/এনআই/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর