thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সোমবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:০২:০৩
সোমবার দেশব্যাপী জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে ১০ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল ডেকেছে দলটি।

এক বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে শফিকুর রহমান বলেন, ‘সরকার জামায়াতে ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা ১০ ট্রাক অস্ত্র মামলার এফআইআর-এ মাওলানা নিজামীর নাম ছিল না। ওই বছরের ১১ জুন দাখিল করা চার্জশিটেও তার নাম ছিল না।’

তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্যই হল, যেকোনো উপায়ে মাওলানা নিজামীকে হত্যা করা। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সরকার ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মাওলানা নিজামীকে অন্তর্ভুক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।’

তিনি হরতাল কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর