thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

যৌতুকের জন্য শিশু হত্যা, বাবা আটক

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:১২:৫৮
যৌতুকের জন্য শিশু হত্যা, বাবা আটক

ভোলা সংবাদদাতা : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামে যৌতুকের টাকা না পেয়ে মুক্ত নামের দুই মাস বয়সের এক শিশু সন্তানকে মাটিতে ছুঁড়ে হত্যা করেছেন তার বাবা ফারুক (২৭)। শুক্রবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য রিপোর্টকে জানান, ঘাতক ফারুককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় ফারুকের। ঝগড়ার এক পর্যায়ে ফারুক যৌতুকের ১০ হাজার টাকার জন্য স্ত্রীকে মারধর করেন। পরে ফারুক উত্তেজিত হয়ে স্ত্রীর কোল থেকে শিশু সন্তান মুক্তকে কেড়ে নিয়ে মাটিতে ছুড়ে ফেলেন।

পরে আশপাশের প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/জেএসবি/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর