thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:১৬:০২
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক

যশোর (বেনাপোল) সংবাদদাতা : বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পে শুক্রবার দুপুরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ) এর সেক্টর জি-টু পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার জয়নাল আবেদীন জানান, বৈঠকে ৩ ফেব্রুয়ারি বেনাপোল কোম্পানি সদরে উভয় দেশের সীমান্ত রক্ষীদের সেক্টর কমান্ডার পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতিমূলক বৈঠক শুক্রবার অনুষ্ঠিত হল।

এ ছাড়া সীমান্তের নারী শিশু, মাদক দ্রব্য পাচার, চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পতাকা বৈঠকে বাংলাদেশে পক্ষে উপস্থিত ছিলেন- খুলনা বিজিবি সেক্টরের জি-টু মেজর আবুল কালাম আজাদ, যশোর বিজিবি ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনিছুর রহমান, সুবেদার জয়নাল আবেদীন ও নায়েব সুবেদার আব্দুল্লাহ।

অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- বিএসএফ কৃষ্ণ নগর সেক্টরের জি-টু মেজর মনোজ কুমার, ষ্টাফ অফিসার মেজর ওম প্রকাশ শর্মা ও হরিদাসপুর বিএসএফের কোম্পানি কমান্ডার পান্ডে।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর