thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘অস্ত্র মামলার রায়ে নাখোশ বিএনপি-জামায়াত’

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:২১:৫৫
‘অস্ত্র মামলার রায়ে নাখোশ বিএনপি-জামায়াত’

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : নৌমন্ত্রী শাহজান খান বলেছেন, ‘১০ ট্রাক অস্ত্র মামলার রায়ে নাখোশ হয়েছে বিএনপি জামায়াত।

সরাইল বিশ্বরোড মোড়ে শুক্রবার দুপুরে জেলা বাস মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত পথসভায় এ সব কথা বলেন তিনি।

শাহজান খান বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। যুদ্ধাপরাধীদের বাংলার মাটিতে কবর দেওয়া হবে’।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি হাজি মোমিন মিয়ার সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, কেন্দ্রীয় ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, জেলা বাস, মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলমগীর ও জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনিসুর রহমান।

(দ্য রিপোর্ট/এসকে/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর