thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

‘নির্বাচনে অংশ না নিয়ে দু’কূলই হারিয়েছেন খালেদা’

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:৪৭:৫৫
‘নির্বাচনে অংশ না নিয়ে দু’কূলই হারিয়েছেন খালেদা’

সিরাজগঞ্জ সংবাদদাতা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ না নিয়ে একূল ওকূল দু’কূলই হারিয়েছেন।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ মাঠে শুক্রবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মোহাম্মদ নাসিম বলেন, আপনার (খালেদা জিয়া) বেঁধে দেওয়া এক বছর সময় নয়- বর্তমান সরকার নির্বাচিত হয়েছে ৫ বছরের জন্য।

আওয়ামী লীগ নেতা শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক এমপি তানভীর শাকিল জয়, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, আবু ইউসুফ সূর্য, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, ইসহাক আলী, মোজাম্মেল হক বকুল, খলিলুর রহমান প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরএ/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর