thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে’

২০১৪ জানুয়ারি ৩১ ১৯:৫৫:৪০
‘সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে’

কক্সবাজার সংবাদদাতা : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে।

কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউসের সম্মেলন কক্ষে শুক্রবার বিকেলে কক্সবাজার সাংবাদিক সংসদের তিনদিন ব্যাপী ‘সিএসএস সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার’ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, একটি চক্র গণমাধ্যমের মুখোশ পরে গুজব, মিথ্যাচার ও রাষ্ট্রদ্রোহী সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক নষ্ট করার ষড়যন্ত্রও চালিয়ে যাচ্ছে। সরকার সেই সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।

সংগঠনের সভাপতি আজাদ মনসুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

(দ্য রিপোর্ট/এসএএম/এসবি/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর