thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

কুয়েটের প্রশাসনিক ও পুরকৌশল ভবনে তালা

২০১৩ নভেম্বর ০৩ ১৫:৫৫:০১
কুয়েটের প্রশাসনিক ও পুরকৌশল ভবনে তালা

খুলনা সংবাদদাতা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ও পুরকৌশল ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছে সিভিল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা। ক্লাস ও পরীক্ষা নেয়ার দাবিতে রবিবার সকাল ৯টায় তালা লাগিয়ে ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কুয়েটের সিভিল বিভাগের তৃতীয় বর্ষের জনৈক ছাত্রীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশ কয়েকমাস পূর্বে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। পরে ওই ছাত্রী হাইকোর্টের স্থগিত আদেশ পান। কিন্তু সিভিল বিভাগ শাস্তি বাস্তবায়ন না করলে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা দিবে না বলে জানিয়ে দেয়।

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, রবিবার সকালে অফিসে এসে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় শিক্ষার্থীরা। তিনি জানান বিশ্ববিদ্যালয়ে সিভিল বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে শাস্তি দেওয়া নিয়ে প্রায় ছয় মাস ধরে জটিলতা চলে আসছে।

সিভিল বিভাগের প্রধান প্রফেসর ড. খন্দকার সাইফুল ইসলামের সেলফোনে জানতে চাইলে তিনি বলেন, মিটিংয়ে আছি। কথা বলতে পারব না।

কুয়েটের উপাচার্য প্রফেসর ড. আলমগীর হোসেন সেলফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমডি/নভেম্বর ০৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর