thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শাবির আটক শিক্ষার্থীদের মধ্যে মুক্ত ৬২

২০১৪ জানুয়ারি ৩১ ২০:৩৫:২৩
শাবির আটক শিক্ষার্থীদের মধ্যে মুক্ত ৬২

সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আটক ৮৪ শিক্ষার্থীর মধ্যে ৬২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাধারণ ও নিরাপরাধ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া ছাত্রশিবিরের ৫ কর্মীকে কারাগারে পাঠানো হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি কারাগারে পাঠানো ৫ শিবিরকর্মীর নাম জানাননি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হিমাদ্রী শেখর রায় দ্য রিপোর্টকে বলেন, পুলিশের অভিযানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকের ঘটনা শুনে আমরা শুক্রবার সকালে থানায় যাই। সন্ধ্যার দিকে সাধারণ ও নিরীহ ৬২ শিক্ষার্থীকে আমরা মুক্ত করতে পারি।

কারাগারে পাঠানো শিক্ষার্থীদের ব্যাপারে তিনি দ্য রিপোর্টকে বলেন, আমরা শুধু সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করেছি। যারা শিবিরের সঙ্গে জড়িত তাদের বিষয়টি পুলিশ দেখবে।

প্রসঙ্গত, শাবি শিক্ষকদের মানববন্ধনে হামলার অভিযোগে বৃহস্পতিবার রাত দেড়টায় পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৮৪ জনকে আটক করে।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/এমএআর/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর