thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

স্মৃতিসৌধ ও জাতীয় নেতাদের কবরে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

২০১৪ জানুয়ারি ৩১ ২১:০২:৪৯
স্মৃতিসৌধ ও জাতীয় নেতাদের কবরে স্পিকারের শ্রদ্ধা নিবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধ ও আগস্টের শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

এরপর দুপুরে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের কবর ও জাতীয় চার নেতার মধ্যে তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও এম মনসুর আলীর কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে স্পিকার শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। খবর বাসসের।

সাভার জাতীয় স্মৃতিসৌধ ও বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পর উভয় স্থানেই সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন স্পিকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নারী স্পিকার হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণের এই বিরল সম্মান ও গৌরব কেবল তার একার নয়। এ বিজয় বাংলাদেশের সকল নারীর।

সাংবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। দশম জাতীয় সংসদ গণতন্ত্রের অভিযাত্রায় এক নবঅধ্যায় যুক্ত করেছে। স্বাধীনতার চেতনায় একটি অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে দশম জাতীয় সংসদ কাজ করে যাবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, গণমানুষ যারা প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক তাদের আশা-আকাক্ষ্মার প্রতিফলন ও প্রত্যাশা বাস্তবায়নের মূল কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। জনগণের এই প্রত্যাশা পূরণের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্র অর্থবহ ও বিকশিত হবে।

বিরোধী দল গঠনমূলক আলোচনা ও সমালোচনার মাধ্যমে দশম জাতীয় সংসদকে কার্যকর রাখতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্পিকার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সময় স্থানীয় সংসদ সদস্য ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।

স্পিকারের পুস্পস্তবক অর্পণের পরপরই দশম জাতীয় সংসদের নবনির্বাচিত ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া প্রথমে সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে পরে দুপুরে বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের কবর এবং জাতীয় চার নেতার তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ও এম. মনসুর আলীর কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

(দ্য রিপোর্ট/বিকে/জেএম/আরকে/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর