thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘জামায়াত-বিএনপি জঙ্গি দল’

২০১৪ জানুয়ারি ৩১ ২১:১৯:২৪
‘জামায়াত-বিএনপি জঙ্গি দল’

সাভার সংবাদদাতা : জামায়াত-বিএনপি একটি জঙ্গি ও সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

সাভারের হেমায়েতপুর এলাকায় শুক্রবার বিকেলে এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ৭১ এর ঘাতক ও রাজাকারদের আতুর ঘরে জামায়ত-বিএনপির জন্ম হয়েছে।

তিনি বলেন, জিয়াউর রহমান কখনোই মুক্তিযোদ্ধা ছিলেন না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে, যারা ২০০৪ সালে ২১ আগষ্ট গ্রেনেড হামলা করে জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল তাদের লালন পালনকারী দল বিএনপি।

সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি মঞ্জুরুল আলম রাজীব এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা জেলা প্রসাশক মিসেস হাসিনা দৌলা।

(দ্য রিপোর্ট/এনএইচ/এসবি/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর