thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ জানুয়ারি ৩১ ২১:৫৩:০০
সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বগুড়া সংবাদদাতা : জেলার সান্তাহারে পৌর শহরের কোমল দোগাছী গ্রামের সামনে শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- আদমদীঘি উপজেলার কালাইকুড়ি গ্রামের আফতাব উদ্দিনের ছেলে হারুনুর রশিদ (৪৩) ও একই গ্রামের মহির উদ্দিনের ছেলে মহসিন আলী (৪৫)।

আহত হয়েছেন উপজেলার পাহালোয়ানপাড়া গ্রামের আসাদুল ইসলাম। তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

আদমদিঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ধ্যায় মৃতদেহ দুটি তাদের পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল সাড়ে ৪টায় ওই স্থানে একটি মোটরসাইকেল সিএনজিকে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

(দ্য রিপোর্ট/এমএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর