thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

সাড়ে ৪ ঘণ্টার মধ্যে মত পাল্টালেন এরশাদ

২০১৪ জানুয়ারি ৩১ ২৩:০৫:৫৮
সাড়ে ৪ ঘণ্টার মধ্যে মত পাল্টালেন এরশাদ

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : সাড়ে চার ঘণ্টার ব্যবধানে মত পাল্টালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার সন্ধ্যায় তৃণমূলের নেতাদের নিয়ে মতবিনিময় কর্মসূচি চূড়ান্ত করে রাত সাড়ে ১০টায় তা বাতিল করলেন।

জাপা মহাসচিব রুহুল আমিন হাওলাদার শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দ্য রিপোর্টকে বলেন, ‘ইজমেতার আখেরি মোনাজাত হওয়ায় রবিবার চেয়ারম্যান স্যার কর্মসূচি স্থগিত করেছেন।’

রবিবার সকাল ১০টায় বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয় রজনীগন্ধাতে সারাদেশের জেলা কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকদের নিয়ে এ বৈঠক হওয়ার কথা ছিল।

জাপা সূত্রে জানা গেছে, নেতাদের দলত্যাগ থামাতে এবং নির্বাচনে এরশাদের ভূমিকা কী ছিল তা স্পষ্ট করতেই এ মতবিনিময়ের উদ্যোগ নিয়েছিলেন এরশাদ।

সূত্রের দাবি, জাতীয় পার্টির প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন ২৮ জানুয়ারি কাজী জাফর আহমদের জাতীয় পার্টিতে যোগ দেওয়ায় এরশাদ দলের ভবিষ্যত নিয়ে চিন্তিত। লিংকন একই সঙ্গে কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। বৃহত্তর যশোরেও রয়েছে এই নেতার প্রভাব। এর আগে গাজীপুর জেলার সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার (অব.) মাহমুদুল হাসান কাজী জাফরের জাপায় যোগ দেন। এ ছাড়া সিলেটের প্রভাবশালী নেতা নবাব আব্বাস আলী খান, প্রেসিডিয়াম সদস্য এসএমএম আলমও সারাদেশের জেলা নেতাদের নিয়ে কাজী জাফরের পার্টিতে যোগ দিয়েছেন।

২৮ জানুয়ারি কাজী জাফরের দলে যোগদানকালে আহসান হাবিব লিংকন দাবি করেন, ‘সামনে চমক আছে। অপেক্ষা করুন। কিছু দিনের মধ্যে অনেক কিছুই দেখতে পাবেন।’

সূত্রের দাবি, সব মিলিয়ে দলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কাবোধ করছেন এরশাদ। এমতাবস্থায় মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ একাধিক নেতার পরামর্শে জেলা নেতাদের সঙ্গে কথা বলবেন এরশাদ। সর্বশেষ শুক্রবার বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে রুহুল আমিন হাওলারসহ একাধিক নেতার সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন এরশাদ।

এদিকে পরবর্তী বৈঠক কবে হবে সে বিষয়ে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘স্যার সকলের সঙ্গে আলোচনা করে আপনাদের সিদ্ধান্ত জানাবেন।’

(দ্য রিপোর্ট/এসএ/জেএম/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর