thereport24.com
ঢাকা, রবিবার, ১২ মে 24, ২৮ বৈশাখ ১৪৩১,  ৪ জিলকদ  1445

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সংঘর্ষে নিহত ৪৩

২০১৪ ফেব্রুয়ারি ০১ ০৬:০৪:৩৭
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সংঘর্ষে নিহত ৪৩

দ্য রিপোর্ট ডেস্ক : সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজধানী বেনগুইয়ে গত চার দিনের টানা সংঘর্ষে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেডক্রস সোসাইটি। খবর বিবিসির।

এ ছাড়াও সংঘর্ষে কমপক্ষে ৭১ জন আহত হয়েছেন বলেও শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে রেডক্রস। শহরটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

দেশটিতে প্রায় এক মাসেরও বেশি সময় ধরে সহিংসতা চলার পর আঞ্চলিক নেতাদের মধ্যস্থতায় একজন নতুন নেতা নির্বাচন করা হয়। এ ঘটনার পরও দেশটিতে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সম্প্রতি বেনগুই থেকে সালেকা যোদ্ধাদের প্রত্যাহারের জের ধরে গত ২৮ জানুয়ারি নতুন করে আবারও এই সংঘর্ষ শুরু হয়।

এ দিকে এ সপ্তাহের শুরুতেই জাতিসংঘ জানিয়েছে, দেশটির সহিংসতা নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ১০ হাজার অতিরিক্ত সেনা পাঠানো দরকার।

(দ্য রিপোর্ট/এআইএম/এমসি/জামান/ফেব্রুয়ারি ০১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর