thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

দৌলতদিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

২০১৪ ফেব্রুয়ারি ০১ ০৮:১০:১৯
দৌলতদিয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। এ সময় উভয় পাড়ে আটকে থাকা গাড়ি পারাপার করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহকারী ম্যানেজার মহিউদ্দিন রাসেল দ্য রিপোর্টকে জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে আকাশে রোদের পরিমাণ বেড়ে গেলে ধীরে ধীরে কুয়াশা কমতে থাকলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আবার ফেরি চলাচল শুরু করা হয়।

ম্যানেজার আরও জানান, ফেরি পারাপার বন্ধ থাকায় বিশ্ব ইজতেমার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ফেরি চলাচলের পর থেকেই অগ্রাধিকার ভিত্তিতে রাতে আটকে পড়া বাস ও ছোট যানবাহন আগে ফেরিতে পারের ব্যবস্থা করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনইউ/এএস/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর