thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৪ রজব 1446

সিনাইয়ে বিমান হামলায় নিহত ১৩

২০১৪ ফেব্রুয়ারি ০১ ০৯:২৩:৩৬
সিনাইয়ে বিমান হামলায় নিহত ১৩

দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের সিনাই উপত্যকায় সন্দেহভাজন আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট দলের সদস্যদের অবস্থানে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

রাজধানী কায়রোয় সশস্ত্র হামলা বেড়ে যাওয়ায় পর এ অভিযান চালানো হলো।

সর্বশেষ হামলায় রাজধানী কায়রোর বাইরে মহাসড়কে পুঁতে রাখা একটি বোমা পুলিশ ট্রাককে লক্ষ্য করে বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে।

একই সঙ্গে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসির সমর্থকরাও দেশের বিভিন্ন প্রদেশে সহিংসতা সৃষ্টি করছে।

কায়রোর পশ্চিমাঞ্চলের একটি জেলায় মুরসি সমর্থকদের সঙ্গে পুলিশ ও সেনাসমর্থক জনতার লড়াইয়ে বেশ কয়েকজন নিহত হয়েছে।

গত শনিবার হামলাকারীরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত করলে পাঁচজন নিহত হন। এ ছাড়াও গত কয়েক দিনে দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটেছে। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট দল অধিকাংশ হামলারই দায়িত্ব স্বীকার করেছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/ ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর