thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

কাফনের কাপড় নিয়ে তৃতীয়বারের মতো দেশ ভ্রমণ

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১১:৩৭:৩৮
কাফনের কাপড় নিয়ে তৃতীয়বারের মতো দেশ ভ্রমণ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : সাইকেলের মধ্যে কাফনের কাপড়, পরনেও কাফনের কাপড়। সঙ্গে শীতের কম্বল- সবকিছুই রয়েছে তার। খাবার ও গোসল সারেন রাস্তায়। রাতে ঘুমান ফুটপাতে। এ নিয়ে কাফনের কাপড় পরে তৃতীয়বারের মতো দেশ ভ্রমণ। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সাব রেজিস্ট্রি অফিসের সামনে শুক্রবার বিকেল ৪টার দিকে দেখা হয় তার সঙ্গে।

সাংবাদিক পরিচয় পেয়ে মনের মাঝে জমে থাকা কথাগুলো ব্যক্ত করলেন তিনি। তার নাম জাফর ফরাজী (৬১)। তিনি একজন মুক্তিযোদ্ধা। পাঁচ ভাই এক বোনের মাঝে তিনি দ্বিতীয়। বর্তমানে থাকেন নারায়ণগঞ্জ জেলার একরামপুরের সিএসডি গেটে।

তার ইচ্ছা বাইসাইকেলে সৌদি আরব গিয়ে হজ করবেন। ইতোমধ্যে ভারত ও ইরান সরকার তাকে ভিসাও দিয়েছে। পাকিস্তানি ভিসার জন্য আবেদন করেন তিনি। তিনি মুক্তিযোদ্ধা হওয়ায় তাকে ভিসা দেয়নি পাকিস্তান। জাফর ফরাজীর পৈতৃক নিবাস মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পূর্ব কমলাপুরে।

তিনি বলেন, বাইসাইকেলে আজমির শরিফ ভ্রমণ শেষ করেছেন। বাংলাদেশের ৬৪টি জেলা দুবার ভ্রমণ শেষ করেছেন। পাকিস্তান ভিসা না দেওয়ায় তৃতীয়বার প্রতিবাদমূলক ভ্রমণে বের হন তিনি। ইতোমধ্যে তিনি ৪৮টি জেলা ভ্রমণ শেষ করেছেন। ২০১০ সাল থেকে বাইসাইকেল ভ্রমণে বের হন তিনি।

জাফর আরও বলেন, চার দিন আগে চট্টগ্রামের শান্তিরহাট থেকে তার একটি ডায়েরি ও সাড়ে তিন হাজার টাকা চুরি হয়ে গেছে। ডায়েরিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল নম্বর ছিল। ডায়েরি হারানোর পর তিনি বাড়ির কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি। ডায়েরির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

(দ্য রিপোর্ট/এসকে/ইইউ/এএস/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর