thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রোয়াংছড়িতে আগুনে ৩১ বসতবাড়ি পুড়ে গেছে

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১২:০১:৫৯
রোয়াংছড়িতে আগুনে ৩১ বসতবাড়ি পুড়ে গেছে

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়িতে ৩১টি বসতবাড়ি আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর রাতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ওয়াবব্রাইপাড়ায় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেআগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে পাহাড়ি জনগোষ্ঠীর ৩১টি ঘরবাড়ি। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

খবর পেয়ে সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর, জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম, নোয়াপতং ইউনিয়নের চেয়ারম্যান শম্ভু কুমার নাথসহ জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জেলা প্রশাসক কেএম তারিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চার হাজার, পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষে তিন হাজার টাকা, শীতবস্ত্র ও রান্নার সরঞ্জাম বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নির্মাণের জন্য ঢেউটিন দেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

চট্টগ্রাম এর সর্বশেষ খবর

চট্টগ্রাম - এর সব খবর