thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

কুষ্টিয়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১২:৩৮:১২
কুষ্টিয়ায় দিনমজুরকে পিটিয়ে হত্যা

কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলায় এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে।

পুলিশ ও এলাকাবাসী জানান, কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল জব্বার নামের এক দিনমজুর সকালে ক্ষেতে কাজ করতে যান। এ সময় পূর্বশত্রুতার জের ধরে পাশের শেওড়াতলা গ্রামের জহুরুল ইসলামসহ কয়েকজন তার ওপর চড়াও হন। তাকে কোদালের উল্টো পিঠ দিয়ে ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

আহতাবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল জব্বার (৪০) কুষ্টিয়া সদর উপজেলার নাজিরপুর গ্রামের থোকাই মণ্ডলের ছেলে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শেওড়াতলার জহুরুল ইসলাম জব্বারকে হত্যা করেছে। হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

(দ্য রিপোর্ট/এফএ/এনডিএস/শাহ/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর