thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি 25, ৪ মাঘ ১৪৩১,  ১৭ রজব 1446

‘খালেদা সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন’

২০১৪ ফেব্রুয়ারি ০১ ১৩:২০:৫৭
‘খালেদা সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ৫ জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

গুলিস্তানের দলীয় কার্যালয়ে শনিবার দুপুরে জাসদ জাতীয় কমিটির দুই দিনব্যাপী সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্যে এ অভিযোগ করেন দলটির সভাপতি।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘খালেদা জিয়া নির্বাচনের ট্রেন মিস করে নির্বাচন বানচালের চক্রান্ত করেছিলেন। সশস্ত্র বাহিনীকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিলেন। এখনও তার চক্রান্ত বন্ধ হয়নি। নির্বাচনপরবর্তী সময়ে তার কথাবার্তায় তাই বোঝা যাচ্ছে।’

ইনু বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতা ও গণতন্ত্র রক্ষায় এ নির্বাচন অপরিহার্য ছিল। কেননা খালেদা জিয়া বাংলাদেশকে সংবিধানের বাইরে ঠেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন। সংবিধানকে বিপর্যয়ের মধ্যে ফেলার চক্রান্ত করেছিলেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া বর্তমান সরকারকে অবৈধ বলে তার চক্রান্ত অব্যাহত রেখেছেন। নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে মানুষ মারার জন্য তিনি অনুশোচনা করছেন না বরং জামায়াতকে সমর্থন দিচ্ছেন। এর মাধ্যমে প্রমাণ হয় খালেদা জিয়া নিজেই জঙ্গিবাদের দোসর।’

ইনু বলেন, ‘সাম্প্রদায়িক ও জঙ্গিবাদীদের জন্য গণতান্ত্রিক অধিকার থাকতে পারে না। খালেদা জিয়াকে গণতন্ত্রের ক্লাবে আসতে হলে অবশ্যই জঙ্গিবাদীদের ত্যাগ করতে হবে। জঙ্গিবাদ ত্যাগ না করা পর্যন্ত তিনিও গণতন্ত্রের জন্য মহাবিপজ্জনক হিসেবেই থাকবেন।’

জাসদ জাতীয় কমিটির সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন দফতর সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবু। স্বাগত বক্তব্য দেন- জাসদ সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, নির্বাহী সভাপতি মঈনুদ্দিন খান বাদল এমপি, স্থায়ী কমিটির সদস্য শিরিন আকতার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, কর্নেল তাহেরের স্ত্রী লুৎফা তাহের প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এনডিএস/জামান/ফেব্রুয়ারি ১, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর